প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ প্রতি তিন মাস পর পর একটি নিউজলেটার প্রকাশ করে, যা পিসিএসবির কার্যক্রম এবং বাংলাদেশের মতো সম্পদ সীমিত দেশে প্যালিয়েটিভ সেবার মূল ধারণা তুলে ধরে। পিসিএসবি এর সদস্যগণ এবং প্যালিয়েটিভ সেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত ব্যক্তিরা তাদের কার্যক্রম এবং অভিজ্ঞতা নিচের সংযুক্ত লিঙ্কে জমা দিতে পারবেন।