আমাদের বিভিন্ন কর্মকান্ডে বিভিন্ন সময় দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছে। তাদের এই সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তাদের এই সহযোগিতার হাত আমাদের প্রতি প্রসারিত থাকবে। নিম্নে তেমনি কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হলো। যাদের সহযোগিতা, আমরা শুধু কৃতজ্ঞতার সাথে স্মরণই করি না বরং তাদের এই সহযোগিতা আমাদেরকে আরো উৎসাহিত করে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা দান করে।
Rotary club of Wrexham Erddig, UK
Institute of Palliative Medicine, Kerala, India
Touching Souls International, USA
Asia Pacific Hospice Palliative Care Network (APHN)
Worldwide Hospice Palliative Care Alliance (WHPCA)