পিসিএসবি ও ফিনিক্স ওয়েলনেস সেন্টার যৌথভাবে খাগড়াছড়ির গুইমারা নামক প্রত্যন্ত অঞ্চলে লাইব্রেরী স্থাপনের উদ্দেশ্যে দশ হাজার বই পাঠানোর উদ্যোগ নেয়।
বইগুলোর পাঠক: বিভিন্ন গোত্রের আদিবাসী শিশু কিশোর, অনাথ শিশু এবং দরিদ্র পরিবারের শিশু যাদের বাবা-মা থাকলেও লেখাপড়া করানোর সামর্থ্য নেই সেই শিশু কিশোররাও জ্ঞানের আলো পাবার সুযোগপ্রাপ্ত হয়